নিজস্ব প্রতিবেদন: রাজ্য়ে দৈনিক কোভিড সংক্রমণ টানা থাকছে ৯০০-র নীচে। ৮৮২ জন সংক্রামিত হয়েছেন। মৃতের সংখ্যাও ক্রমহ্রাসমান। গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Covid Death) হয়েছে ১০ জনের। ১৮ জেলায় কোভিডে মৃত্যু হয়নি কারও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, শুক্রবার সংক্রমিতের সংখ্যা ৮৮২। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৫৭ হাজার ৯২ জনের। সংক্রমণ হার ১.৫৪%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৭৭। ৮৯ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৬,৬১ ও ৫৫। দার্জিলিঙে সংক্রমিতের সংখ্যা ৬৫। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১৩ হাজার ৪৮৪ জন।              


গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১০ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ২ ও ১। হুগলিতে মৃতের সংখ্যা ৩। পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় ২ জন করে মৃত্যু হয়েছে। রাজ্যের বাকি ১৮ জেলায় কোভিডে কোনও মৃত্যু নেই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ১ হাজার ২৫ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৭.৯৩%।


শুক্রবার টিকা পেয়েছেন ২ লক্ষ ৩২ হাজার ৬২০ জন। ১ লক্ষ ৮ হাজার ৮৩৯ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ২৩ হাজার ৭৮১ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৩৭ হাজার ৯২৮ জনের। 


আরও পড়ুন- টিকাকরণের পরেও Corona আক্রান্তদের ৮০% Delta প্রজাতির শিকার, বলছে ICMR


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)