নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা (COVID-19) সংক্রমণ নেমে গেল ১৩ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। তবে নমুনা পরীক্ষাও কমেছে। গতকাল সংক্রামিতের সংখ্যা ছিল ১৩,০৪৬। মৃতের সংখ্যা গতকাল অনেকদিন পর নেমেছিল দেড়শোর নীচে। তা বজায় থাকল। ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ১৪৫ জন। ১৯ হাজার ৩৯৬ জন সুস্থ হয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


স্বাস্থ্য দফতরের বুলেটিন (Heath Department) অনুযায়ী, ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১৩,০৪৬। সংক্রমণ কমলেও এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ১৮৮ জনের নমুনা যাচাই করা হয়েছে। দৈনিক আক্রান্ত কমলেও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। তা বেড়ে হল ১০.৯৮%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ১,৮৫৭। ২  হাজার ৫২৫ জন সংক্রামিত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্য যথাক্রমে ৭৫৩,৫৮৩ ও ৯৫৭।


গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন (COVID Death in West Bengal) ১৪৫ জন। গতকাল সংখ্যাটা ছিল ১৪৮। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে  ৩০ ও ৪৩। ১১ জনের মৃত্যু হয়েছে হাওড়ায়। ১২ জন মারা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হুগলিতে মৃত্যু হয়েছে ৭ জনের। মুর্শিদাবাদের মৃতের সংখ্যা ৬।   


গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ১৯ হাজার ৩৯৬ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯০.৭০%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৯ হাজার ৮০৬ জন।


আরও পড়ুন- প্রধানমন্ত্রীর দফতর থেকে ২০ মিনিট অপেক্ষা করতে বলা হয়েছিল, তাই দেরি Mamata-র?