নিজস্ব প্রতিবেদন:একধাক্কায় অনেকটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। ৪ লাখ থেকে নেমে পৌঁছে গেল ৩ লাখ ৬৬ হাজারে। এতটা নিম্নমুখী গ্রাফ! তবে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। মৃতের সংখ্যাও ৪ হাজারের নিচে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামীদিনেও যদি কমতে থাকে, তাহলে খানিক আশার আলো দেখা যাবে। কারণ, বহু ক্ষেত্রে বা বিগত বছরেও দেখা গিয়েছে, যখনই করোনা আক্রান্তের সংখ্যা কমেছে তারপরই এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে। তবে বিভিন্ন রাজ্যে লকডাউন, কড়া স্বাস্থ্যবিধি পালন, নয়া গাইডলাইন জারি করার  ফলেও এমনটা ঘটতে পারে। পাশাপাশি ভ্যাকসিনও নিয়ে ফেলেছেন প্রায় ১৭ কোটিরও বেশি ভারতবাসী। 



স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৩ হাজার ৮১৮ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৫৪ জনের। 


নতুন করে সংক্রমণ ঘটায়, মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২ কোটি ২৬ লাখ  ৬২ হাজার ৫৭৫। করোনা মুক্ত হয়েছে ১ কোটি ৮৬ লাখ ৭১ হাজার ২২২। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬-তে। এখনও পর্যন্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৭ লাখ ৪৫ হাজার ২৩৭ জন। 



প্রসঙ্গত, এরই মাঝে মোট ভ্যাকসিন পেয়েছেন ১৭ কোটি ১ লাখ ৭৬ হাজার ৬০৩ জন।