Covid 19: চোখ রাঙাচ্ছে চতুর্থ ঢেউ; দেশে একদিন আক্রান্ত ২০,০৪৪, মৃত ৫৬
শনিবার পর্যন্ত দেশে কোভিড-১৯ টিকাদান অভিযানে ১৯৯.৭১ কোটির বেশি টিকাদান সম্পূর্ণ হয়েছে। মন্ত্রক জানিয়েছে দৈনিক সংক্রমণের হার ৪.৮০ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ৪.৪০ শতাংশ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে ভারতে ২৪ ঘণ্টায় ২০,০৩৮ টি নতুন কোভিড -১৯ সংক্রমণ রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৬ জন মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ৫,২৫,৬৬০।
সক্রিয় সংক্রমণ বর্তমানে ১,৪০,৭৬০। দেশে একদিনে ১৮,৩০১ জন আরোগ্যলাভ করেছে। এই রোগ থেকে আরোগ্যলাভ করা মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৩০,৬৩,৬৫১। বর্তমানে মৃত্যুর হার হয়েছে ১.২০ শতাংশ।
২৪ ঘণ্টার ব্যবধানে সক্রিয় কোভিড -১৯ কেসলোডে ১,৬৮৭ টি সংক্রমণের বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে যে সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.৩২ শতাংশ। অন্যদিকে কোভিড -১৯ থেকে আরোগ্যলাভের জাতীয় হার ৯৮.৪৮ শতাংশ হয়েছে।
আরও পড়ুন: 'রাজনীতি ছেড়ে দেব', কেন বললেন একনাথ শিন্ডে?
শনিবার পর্যন্ত দেশে কোভিড-১৯ টিকাদান অভিযানে ১৯৯.৭১ কোটির বেশি টিকাদান সম্পূর্ণ হয়েছে। মন্ত্রক জানিয়েছে দৈনিক সংক্রমণের হার ৪.৮০ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ৪.৪০ শতাংশ।