নিজস্ব প্রতিবেদন: ৪ জন কমল। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত ১১ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ১৫। করোনায় আক্রান্তের সংখ্যাও কমেছে।
 
গত ২৪ ঘণ্টায় রাজ্যে (West Bengal) নতুন করে কোভিড (Covid) আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ৭৪৯ জন। এই নিয়ে মোট আক্রান্ত ১৫,৩৪,৩৬০ জন। এ পর্যন্ত মোট কোভিড মৃতের (Covid Death) সংখ্যা ১৮,২৪০; যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত ১১ জন। গোটা রাজ্যে সক্রিয় আক্রান্ত ১০,৩১২ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সক্রিয় আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Corona Update: তৃতীয় ঢেউয়ের আতঙ্কে নিম্নমুখী সংক্রমণ গ্রাফ, কমল সক্রিয় রোগীর সংখ্যাও


কলকাতায় (Kolkata) গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট আক্রান্ত হয়েছেন ৩৭ জন; এই নিয়ে মোট আক্রান্ত দাঁড়াল ৩,১১,০৩৭। কলকাতায় গত ২৪ ঘণ্টায় কোভিড মৃত 'শূন্য'।


উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৪ জন। এই নিয়ে সেখানে মোট মৃত্যু দাঁড়াল ৪,৫৮৬। কলকাতার পরেই। প্রসঙ্গত, গোটা রাজ্যে গত ২৪ ঘণ্টায় এক দিনে কোভিডমৃতের সংখ্যার নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনাই। এর পরে নদিয়া ও পশ্চিম মেদিনীপুর। দুটি জেলাতেই সংখ্যাটা ২। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Delta variant: দিল্লিতে ৮০ শতাংশ করোনা নমুনায় উপস্থিত ডেল্টা প্রজাতি, সতর্ক প্রশাসন