নিজস্ব প্রতিবেদন: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে প্রথম ধরা পড়ে এই ডেল্টা ভ্যারিয়েন্টটি। Sars-Cov-2 এর একাধিক মিউটেশনের ফলে এই ভাইরাস প্রজাতি যেন আগের থেকেও শক্তিশালী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমরতি যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে দেখা গিয়েছে মুহুর্তের মধ্যেই বিশ্বের ১০০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস প্রজাতিটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনাভাইরাসের থেকে এই মিউটেন্ট প্রজাতিটি ২ থেকে ৩ গুণ বেশি সংক্রমক। ভারত, ব্রিটেন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের ফের হানা দিয়েছে এই ডেল্টা ভ্যারিয়েন্টটি। GISAID statistics থেকে জানা গিয়েছে ভারতে ২২৪টি জিনোম সিকোয়েন্সের মধ্যে ৬৭ শতাংশ ক্ষেত্রে ডেল্টা যোগ রয়েছে। 


এই GISAID হল Global Initiative on Sharing All Influenza Data, যেখানে ভাইরাসের সব জিনোম পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হয়। সেই সূত্রেই জানতে পারা গিয়েছে ৭৮টি দেশে করোনার ডেল্টা প্রজাতি হানা বাড়ছে। গত চার সপ্তাহে ব্রিটেন ও সিঙ্গাপুরের ৯০ শতাংশ ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সে ডেল্টা প্রজাতি লক্ষ্য করা গিয়েছে। 


ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের নেপথ্যে ছিল Delta variant (B.1.617.2)। এরপরও এই ভাইরাসের মিউটেশন ঘটে। AY.1 এবং AY.2- যেখান থেকে উৎপত্তি ঘটে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, "২৯ জুন ২০২১ পর্যন্ত বিশ্বের ৯৬টি দেশ ডেল্টা প্রজাতির ঘটনা নথিবদ্ধ করেছে। ক্রমশ বেড়েছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তির ঘটনা। তাই এই ভ্যারিয়েন্টকে হালকাভাবে নেওয়া যাবে না একেবারেই।"