নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়ে অন্তত ১৫৫টি করোনার প্রতিষেধক নিয়ে গবেষণা চলছে। এর মধ্যে ২৩টি কার্যকর প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল চলছে। এই ২৩টি কার্যকর প্রতিষেধকের মধ্যে তিনটির চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল চলছে। কিন্তু কবে মিলবে করোনার প্রতিষেধক? ইঙ্গিত মিলল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞের কথায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

WHO-এর জরুরী স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক (executive director) ডঃ মাইকেল রায়ান জানান, করোনার প্রতিষেধক নিয়ে গবেষণার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। বেশ কয়েকটি করোনার প্রতিষেধকের শেষ পর্যায়ের ট্রায়ালও চলছে। তবে ২০২১ সালের আগে কোনও প্রতিষেধক পাওয়ার আশা করা উচিৎ নয়।


ডঃ মাইকেল রায়ান জানান, সকলেই যাতে করোনার প্রতিষেধক পান, তা নিশ্চিত করার চেষ্টা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি ভাইরাস নিয়ন্ত্রণে আনার জন্যেও গবেষণা করছেন WHO-এর সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ দল। ডঃ রায়ান জানান, বিশ্বজুড়ে করোনার প্রতিষেধকের উৎপাদন বাড়ানোর জন্য উদ্যোগী হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের কাছে প্রতিষেধক পৌঁছে দেওয়াই WHO-এর প্রধান লক্ষ্য।


আরও পড়ুন: করোনা থেকে সেরে ওঠা ভারতীয়দের মধ্যে বাড়ছে হার্ট বা ফুসফুসের সমস্যা! দাবি বিশেষজ্ঞদের


ডঃ রায়ান জানান, বেশ কয়েকটি প্রতিষেধকের শেষ পর্যায়ের (ফেজ-৩) ট্রায়াল চলছে। প্রায় সবকটিই এখন সাফল্যের দিকেই এগোচ্ছে। সবকটি প্রতিষেধকই করোনার বিরুদ্ধে সুরক্ষা দিচ্ছে আর শরীরে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সফল হয়েছে। তবে তা সত্ত্বেও প্রতিষেধক হাতে পেতে আরও বেশ কিছুটা সময় লাগবেই।