ওয়েব ডেস্ক : দাঁত দিয়ে নখ বা নখের পাশের চামড়া কাটার বদঅভ্যাস অনেকেরই থাকে। অনেক সময় মানুষ নিজের অজান্তেই দাঁত দিয়ে নখ কাটতে থাকেন। আসলে এসবই হয় একটি রোগের কারণে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোগটির নাম ডার্মাটোফ্যাগিয়া। সাধারণত প্রতি ৭ জনে ২ জন এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। তবে, অনেকসময় আক্রান্তরা নিজেরাও বোঝেন না যে তাঁরা ডার্মাটোফ্যাগিয়ায় আক্রান্ত। মূলত অত্যধিক মানসিক চাপ বা মানসিক চাপের উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরেই মানুষ ডার্মাটোফ্যাগিয়ায় আক্রান্ত হন। চিকিত্সাবিজ্ঞানের পরিভাষায় একে বলা হয়, Impulse control disorder Obsessive-compulsive disorder



এই রোগে আক্রান্তদের মূলত ৫টি উপসর্গ দেখা যায়


১) এঁরা সারাক্ষণ দাঁত দিয়ে নখ কাটেন অথবা নখের পাশের চামড়া খেয়ে ফেলেন।


২) চামড়া উঠে গিয়ে নখের পাশ দিয়ে রক্ত বেরোতেও দেখা যায়।


৩) শুধু নখের পাশের নয়, আঙুলের জয়েন্ট বা হাতের তালুর বা পায়ের গোড়ালির ফাটা চামড়া খেতেও দেখা যায় এদের।


৪) ক্ষতস্থানে জীবাণু আক্রমণের ফলে অনেকসময় স্নায়ুও ক্ষতিগ্রস্ত হয়।


৫) চামড়ার ও নখের রং বদলে যায়।