ওয়েব ডেস্ক: ইবোলা। সাম্প্রতিক কালে বিশ্বের মানুষের কাছে সবথেকে ভয়াবহ হয়ে উঠেছে এই শব্দটি। ইবোলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। নতুন গবেষণায় উঠে এসেছে মৃত্যুর পরও সংক্রমণ হতে পারে ইবোলা ভাইরাস থেকে। ইউএস ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের গবেষণা জানাচ্ছে মৃত্যুর ৭ দিন পর পর্যন্ত সক্রিয় থাকতে পারে ইবোলা ভাইরাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাঁচটি ইবোলা আক্রান্ত বাঁদরের দেহ নিয়ে গবেষণা চালায় এনআইএইচ। গবেষণায় দেখা গিয়েছে মৃত বাঁদরদের শরীরে ৭ দিন পর্যন্ত সক্রিয় ছিল ইবোলা ভাইরাস। পোস্টমর্টেম রিপোর্টে ৭০ দিন পর্যন্ত সক্রিয় থাকা আরএনএ ভাইরাসও মিলেছে।


ইবোলায় কোপে আক্রান্ত হয়ে ব্যাপক প্রাণহানি হয়েছে গিনি, লাইবেরিয়া, সিয়েরা লিওনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী মোট ২২,৫২৫ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যার মধ্যে মৃত্যু হয়েছে ৯,০০৪ জনের।