নিজস্ব প্রতিবেদন: সাম্প্রতিককালে করোনার নয়া কোনও ভ্যারিয়েন্টের (New Variant) উৎপত্তি না হলেও চিন্তার কারণ থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভ্যাকসিনের কার্যকারিতাকে দমিয়ে আরও শক্তিশালী হতে পারে কোভিডের ডেল্টা প্রজাতি (Delta Variant)। অক্টোবরের তৃতীয় সপ্তাহেই ভয়ঙ্কর রূপ নিতে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট। হু হু করে ফের বাড়তে পারে আক্রান্তের সংখ্যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কর্ণাটকের জিনোমিক সার্ভেইল্যান্স কমিটির সদস্য বিশাল রাওয়ের মতে, 'এই মুহূর্তে করোনার নতুন কোনও ভ্যারিয়েন্ট মেলেনি। তা সত্ত্বেও কর্ণাটকে মূলত AY.4 ও AY.12 ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও বেশকিছু দিন ধরে ব্যাপকহারে সংক্রমণ হচ্ছে রাজ্যে। যার ফলে বিশেষজ্ঞদের আশঙ্কা, ভ্যাকসিনের কার্যকারিতাকে ছাপিয়ে নতুন ভ্যারিয়েন্টের উৎপত্তি ঘটতে পারে।'


আরও পড়ুন: Cholesterol Level: দেহে কোলেস্টেরলের মাত্রা বজায় রাখবেন কীভাবে? হেঁশেলেই লুকিয়ে উত্তর


ইতিমধ্যেই ডেল্টার স্পাইক প্রোটিনের উপর নজর রাখছে কমিটি। স্পাইক প্রোটিনের অভিযোজনও ধরা পড়েছে বলে জানান বিশাল রাও। এক চিকিৎসকের মতে, বেশ কয়েকজন আক্রান্তের স্যাম্পেল সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং খতিয়ে দেখা হচ্ছে। মোট ৫০০টি স্যাম্পেল সংগ্রহ করা হয়েছে। গবেষকদের মতে, ডেল্টাকে সামলানো গেলেও নয়া ভ্যারিয়েন্টের উৎপত্তির সম্ভাবনা প্রবল।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)