Vaccine-র প্রথম ডোজ নিলেন রাজ্যপাল ও তাঁর স্ত্রী
ভ্যাকসিন নিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইট করে নিজেই সেই বার্তা দিয়েছেন সঙ্গে সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
নিজস্ব প্রতিবেদন: ভ্যাকসিন নিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইট করে নিজেই সেই বার্তা দিয়েছেন সঙ্গে সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
রাজ্যপাল ও তাঁর স্ত্রী সুরেশ ধনখড় একই সঙ্গে covid-19 ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন। বৃহস্পতিবার কম্যান্ড হাসপাতালে ১১.৩০ নাগাদ পৌঁছে ভ্যাকসিন নেন তাঁরা।
রাজ্যপাল ডাক্তার, নার্স সহ উপস্থিত স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন রাজ্যপাল। সকাল ১১.৩০ নাগাদ ভ্যাকসিন নেন তিনি।
ভ্যাকসিন নেওয়ার পর তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলেও টুইটে জানান তিনি।