ওয়েব ডেস্ক: লেগেই আছে সর্দিকাশি? মাঝে মাঝেই গ্যাস অম্বল? গাদা গাদা ওষুধ খেয়েও কোনও কাজ হচ্ছে না? রোজ ঈষদুষ্ণ জল খান। সব রোগের মোক্ষম দাওয়াই ঈষদুষ্ণ জল। শরীর থাকবে বিন্দাস। উষ্ণ জলেই জীবন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকালে ঘুম থেকে উঠে ঈষদুষ্ণ জল খান। ঈষদুষ্ণ জলে ম্যাজিকের মতো কাজ। ঘুম থেকে উঠে হালকা গরম জল। সকালে খালি পেটে এক গ্লাস ঈষদুষ্ণ জল খেলেই ম্যাজিকের মতো কাজ। হালকা গরম জলে ঝরবে মেদ। ঈষদুষ্ণ জলে ত্বকে ফিরবে জেল্লা। সকালে নিয়মিত ঈষদুষ্ণ জল খান। বন্ধ হবে চুল পড়া। সকালে একগ্লাস হালকা গরম জল দেবে দিনভর আরাম।


গলব্লাডার ক্যানসারের লক্ষণগুলি জেনে নিন



চিকিত্সকদের দাবি, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ঈষদুষ্ণ জল খেলে ঠিক এভাবেই শরীর থাকবে বিন্দাস। তবে জল খাওয়ার পর কিছুক্ষণ অন্য কিছু খাওয়া যাবে না। এই অভ্যাস মলাশয়কে ঠিকঠাক ও সচল রাখতে সাহায্য করে। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। ভাল হজমশক্তি আপনা থেকেই শরীরের নানা সমস্যার সমাধান করে। চিকিত্সকদের দাবি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈষদুষ্ণ জল খেলে মস্তিষ্ককে চাঙ্গা করে ৭৫ শতাংশ। রক্ত সঞ্চালন ৮৩ শতাংশ স্বাভাবিক হয়। ২২ শতাংশ বেশি সুস্থ থাকে হাড়। লিভারের কার্যক্ষমতা বেড়ে যায় ৮৬ শতাংশ। ৭৫ শতাংশ নমনীয় থাকে পেশি। কিডনির কার্যক্ষমতা ৮৩ শতাংশ বেড়ে যায়।


সকালে নিয়মিত একগ্লাস ঈষদুষ্ণ জল। বহু রোগের হাত থেকে রক্ষা। সর্দিকাশি, গলাব্যথা, অম্বল-গ্যাসের মতো অসুখে গাদা গাদা ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। কারণ, ঈষদুষ্ণ জল পেটে পড়লে এই সব রোগ বলবে টা টা বাই বাই।