নিজস্ব প্রতিবেদন: একে করোনায় রক্ষে নেই, তার উপর চোখ রাঙাচ্ছে মারণ ছত্রাক ব্ল্যাক ফাঙ্গাস। এবার এই ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে অ্যাডভাইজারি প্রকাশ করল স্বাস্থ্য দফতর। যা সমস্ত জেলার স্বাস্থ্য আধিকারিকদের (CMOH) কাছে পাঠানো হয়েছে। জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Corona Update: পরপর দুদিন কমল দৈনিক সংক্রমণ,চিন্তা বাড়িয়ে একদিনে মৃত ৪, ১৯৪


ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণগুলি কী?


  • চোখ ও নাক লাল হয়ে যাওয়া এবং ব্যথা

  • মাথা ব্যথা

  • রক্ত বমি

  • জ্বর, সর্দি, কাশি

  • শ্বাসকষ্ট 


আরও পড়ুন: বছরে ১০০ কোটি Covaxin ডোজ তৈরি সম্ভব, জানালেন Bharat Biotech-র কো-ফাউন্ডার Suchitra Ella


কেন হয়?


  • উচ্চমাত্রার ডায়াবেটিস থাকলে

  • স্টেরয়েডজাতীয় ওষুধের অপরিমিত ব্যবহার করলে

  • দীর্ঘদিন আইসিইউতে ভর্তি থাকলেও


প্রতিরোধের উপায় কী?


  • ডায়াবেটিক নিয়ন্ত্রণ করা।

  • স্টেরয়েড জাতীয় ওষুধ সঠিক মাত্রায় ব্যবহার করা।

  • মাস্ক মাস্ট। বিশেষ করে ধুলো উড়বে এমন পরিবেশে গেলে মাস্ক পরা আবশ্যক।

  • সরাসরি মাটিতে হাত দেওয়ার আগে মাস্ক, খুল হাতা জামা ও প্যান্ট, গ্লাভস পরা।

  • নিজেকে ও আশপাশকে পরিচ্ছন্ন রাখা।


ব্ল্যাক ফাঙ্গাসের ফলে শনিবারই রাজ্যে একজনের মৃত্যু হয়েছে। এই মারণ ছত্রাকে এটাই রাজ্যে প্রথম মৃত্যু। কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা গিয়েছেন হরিদেবপুরের এক মহিলা।