Corona Update: পরপর দুদিন কমল দৈনিক সংক্রমণ,চিন্তা বাড়িয়ে একদিনে মৃত ৪, ১৯৪

সুস্থতার হার বেড়ে ৮৭.৮ শতাংশ

Updated By: May 22, 2021, 09:59 AM IST
Corona Update: পরপর দুদিন কমল দৈনিক সংক্রমণ,চিন্তা বাড়িয়ে একদিনে মৃত ৪, ১৯৪

নিজস্ব প্রতিবেদন: পরপর দুদিন ফের দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ (Corona Infections)। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে একদিনে ভাইরাসের কবলে পড়েছেন ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন। এদিকে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন ৪ হাজার ১৯৪ জন। দৈনিক আক্রান্ত ক্রমশ কমতে থাকলেও চার হাজারের গন্ডি ছেড়ে নামছে না মৃত। 

চিকিৎসকরা অবশ্য মনে করছেন, গত কয়েক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা অনেক বেশি ছিল। তাঁরই প্রভাব দেখা যাচ্ছে মৃতের পরিসংখ্যানে (Corona Death Toll)। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মৃত্যুহারএ কমবে বলে ধারণা করছেন তাঁরা। তবে আশার আলো সুস্থতার হারেও। মারণভাইরাসের প্রকোপ থেকে দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০ জন যা দৈনিক আক্রান্তের অনেক বেশি। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৮৭.৮ শতাংশে।

আরও পড়ুন: Covid-19 Vaccine: অগস্ট থেকেই ভারতে শুরু Sputnik V টিকার উৎপাদন

সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৬২ লক্ষ ৮৯ হাজার ২৯০ জন। করোনা থেকে মুক্ত হয়েছেন ২ কোটি ৩০ লক্ষ ৭০ হাজার ৩৬৫ জন। মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ৫২৫ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগী ২৯ লক্ষ ২৩ হাজার ৪০০ জন। এখনও পর্যন্ত গোটা দেশে ভ্যাকসিন নিয়েছেন ১৯ কোটি ৩৩ লক্ষ ৭২ হাজার ৮১৯ জন।

আরও পড়ুন: বাংলায় এখনও পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা ১৪ হাজার পার, উর্ধ্বমুখী সংক্রমণ

.