ওয়েব ডেস্ক: প্রচুর পরিমানে অ্যান্টি অক্সিডেন্টস থাকে আনারসে। এই ফলটি শুধু সুস্বাদুই নয়, শরীরের পক্ষে অনেক উপকারীও। আমাদের শরীরের অনেক ঘাটতি পূরণে সাহায্য করে আনারস। অ্যাথেরোস্ক্লেরোসিস, হৃদপিণ্ডের সমস্যা এবং বিভিন্ন প্রকার ক্যানসারের প্রতিরোধক হিসেবে কাজ করে আনারস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জেনে নিন আনারসের উপকারিতাগুলো কী কী-


১) আনারসে প্রচুর পরিমানে ম্যাঙ্গানিজ আছে। এতে আমাদের হাড় আরও শক্ত এবং মজবুত হয়।


২) প্রত্যেকদিন এক গ্লাস করে আনারসের রস খেলে আমাদের মাড়ি সুস্থ থাকে এবং দাঁত মজবুত হয়।


আরও পড়ুন জানেন ম্যাগির মশলায় কী কী গোপন উপকরণ থাকে?


৩) আনারসে বেটা ক্যারোটিনের পরিমান প্রচুর থাকে। যা আমাদের শরীরকে ম্যাকিউলার ডিগিনারেশনের সঙ্গে লড়াই করতে সাহায্য করে।


৪) আনারসে প্রচুর ফাইবার থাকে এবং ক্যালোরি খুবই কম থাকে। এই ফল ওজন কমাতেও সাহায্য করে।


৫) আনারস ত্বক, চুল, নখকেও সুস্থ রাখতে সাহায্য করে।


আরও পড়ুন হিসাব বহির্ভূত টাকা জমা দিতে বা ধরা পড়লে কত টাকা কর দিতে হবে জানুন


আরও পড়ুন ১ বলে ২০ রান করলেন ব্যাটসম্যান, বিশ্বরেকর্ড!