নিকটবর্তী হাসপাতাল খুঁজে পেতে সাহায্য করবে ‘হার্ট অ্যাটাক’ অ্যাপ
ওয়েব ডেস্ক: শরীর তো যেকোনও সময় খারাপ হতে পারে। পরিচিত এলাকায় থাকলে না হয় জানা থাকে, কাছাকাছি কোথায় হাসপাতাল বা নার্সিংহোম আছে। কিন্তু অপরিচিত বা নতুন কোনও জায়গায় গেলে, শরীর খারাপ হলে কোথায় হাসপাতাল আছে, তা জানা থাকে না। ফলে দেরি হয়ে যায় চিকিত্সার। এই সমস্যার এবার সমাধান নিয়ে এল ‘হার্ট অ্যাটাক’ অ্যাপ।
চা খেলে কি কি পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে জানা আছে?
‘হার্ট অ্যাটাক’ অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পেরে যাবেন আপনার কাছাকাছি কোথায় হাসপাতাল বা নার্সিংহোম রয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবেন এই অ্যাপটি। ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। আর ওই দিন থেকেই দিল্লিতে শুরু হচ্ছে এই অ্যাপের পরিষেবা।