ওয়েব ডেস্ক: আমাদের রাজ্যে অথবা আমাদের দেশে। গ্রামই হোক অথবা শহর। খাবার খবর কাগজে করে দেওয়ার একটা স্বভাব আছে দীর্ঘদিনের। কিন্তু শরীর যদি ঠিক রাখতে চান, তাহলে এই স্বভাব বদলাতে হবে শীঘ্রই। এমনটা এবার বলছে খোদ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথোরিটি অফ ইন্ডিয়া। তাঁদের বক্তব্য, খবরের কাগজ। সেটাও আবার সেদিনের তো নয়। পুরোনোটাতেই খাবার দেওয়া হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে মোতেরা!


তাই খবরের কাগজে নোংরা তো থাকেই। এর পাশাপাশি খবরের কাগজ যে কালিতে ছাপা হয়, সেই কালিটাও তো শরীরের জন্য মোটেই ভালো নয়। তাই খবরের কাগজে করে কোনও খাবার আনবেন না। হতে, পারে খাবার অতি উচ্চমানের। কিন্তু সেটা খবর কাগজে করে নিলে, তা আর মোটেই শরীরের পক্ষে ভালো থাকবে না।তাই এবার থেকে সুস্থ থাকতে গেলে অভ্যাস বদলান।


আরও পড়ুন  সচিন স্টাম্প আউট হয়েছেন টেস্ট কেরিয়ারে একবার, সেটাও বীরুর জন্য!