ওয়েব ডেস্ক: প্রতিদিনের ধূলোময়লা, রোদে আমাদের চুল রুক্ষ্ম হয়ে যায়।বাজারে তৈরি সিরাম কিনে অনেকেই চুলে লাগান, কিন্তু তাতে অনেকক্ষেত্রেই খুব একটা কাজে দেয় কি? এবার ঘরে বসেই বানিয়ে ফেলুন সিরাম। শ্যাম্পুর পর এই সিরাম লাগালেই, চুল থাকবে সুন্দর, মসৃণ, ঝলমলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


 যা যা লাগবে


১ . ক্যাস্টর অয়েল


২. কোকোনাট ওয়েল


৩. অ্যালোভেরা জেল


৪. গোলাপ জল


৫. ছোটো পাম্প বোতল


 


যেভাবে তৈরী করবেন:


 


প্রথম,  একটি বাটিতে ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, হাফ টেবিল চামচ কোকোনাট অয়েল, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ গোলাপ জল নিন। ৪ টি উপকরণই ভালোভাবে মিশিয়ে নিতে হবে।


দ্বিতীয়, ওই মিশ্রণে আরও ১ টেবিল চামচ গোলাপ জল দিন। মিশ্রণটিকে খুব ভালোভাবে মেশাতে হবে। যখন মিশ্রণটি ঘন পেস্টের মতো হয়ে যাবে, তখন তা  একটি ছোট পাম্প বোতলে ভরে নিন।


 


কীভাবে ব্যবহার করবে, তা জেনে নিন-


শ্যাম্পু করার পর চুল শুকিয়ে নিন। এই সিরামটি ভেজা চুলের বদলে শুকনো চুলে লাগালেই বেশ কাজে দেবে।


শুকনো চুল আঁচড়ে মাঝখান দিয়ে সিতে করে দুটো ভাগে ভাগ করে নিন


এবার চুলের ঘনত্ব অনুযায়ী পাম্প বোতল থেকে সিরাম নিন।


হাতের তালুকে সিরাম ঘষে গরম করে নিন


চুলের মাঝ বরাবর আগা পর্যন্ত সিরাম হাল্কা হাতে ম্যাসাজ করে নিন