ওয়েব ডেস্ক:  স্নান করার সময় কানে জল ঢুকে বিপদে পড়েছেন কখনও?  অনেক চেষ্টা করেও জল বের করা যাচ্ছে না। শুরু হয়েছে কানের মধ্যে ভোঁ ভোঁ শব্দ। তারপর কানে অসহ্য যন্ত্রণা। কানে পুঁজ। রক্ত বের হওয়া,  এমন নানা বিপদের মুখোমুখি হতে পারেন আপনি। এমন কী এর থেকে তৈরি হতে পারে বধিরতাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


 


স্নান করার সময় অনেক সময়ই কানে জল ঢুকে যায়। তা বের করতে হিমশিম অবস্থা। কিন্তু খুব সহজেই কানে জমে থাকা জল বের করে ফেলা যায়। কীভাবে? আসুন জেনে নিই-


 


 


জল ঢুকলে কী করবেন?


১) একটি উপায় হচ্ছে নিঃশ্বাস-প্রশ্বাসের মাধ্যমে জল বের করা। একটা লম্বা শ্বাস নিন। এবার দুই আঙুল দিয়ে নাকের ফুটো বন্ধ করে দিন। এবার বন্ধ নাক দিয়েই নিঃশ্বাস ফেলার চেষ্টা করুন। কান থেকে আপনিই জল বেরিয়ে যাবে


 


২) চুইংগাম চিবিয়ে খান। খাবার চিবনোর সময় যে মুভমেন্ট তৈরি হয়,  সেটা বন্ধ কান খুলতে সহায়ক।


 


৩) কান থেকে জল বের করার নিরাপদ উপায়টি হচ্ছে গ্রাভিটিকে কাজে লাগানো। যে কানে জল ঢুকেছে,  সেই দিকে মাথাটি কাত করুন। তারপর হাতের তালু রাখুন কানের ওপরে এবং চাপ দিন। চাপ দিয়েই হাতটি সরিয়ে নিন। দেখবেন খানিকটা জল বেরিয়ে গেছে। এভাবে বেশকয়েকবার করুন। জল বের হয়ে কান বন্ধ হওয়ার সমস্যা দূর হবেJ


 


এধরনের রোগে চিকিত্‍সক কান পরীক্ষার মাধ্যমে সাধারণত এন্টি-হিস্টামিন, বয়স উপযোগী নাকের ড্রপ,  প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিত্‍সা করে থাকেন। ব্যথা কমাতে প্যারাসিটামল জাতীয় ওষুধও খেতে পারেন।


 


ছোটখাট এই কয়েকটা টোটকা মানলেই দেখবেন বড় বিপদ হবে না। ছুটতে হবে না ডাক্তারের কাছে।