বাড়িতে বসে করোনা পরীক্ষা! নয়া কিটে ছাড়পত্র ICMR এর, কীভাবে করবেন? জেনে নিন
খরচও কমবে, হাতেনাতে রিপোর্টও পেয়ে যাবেন
নিজস্ব প্রতিবেদন: করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেতে সময় লাগছে এক সপ্তাহের কাছাকাছি। পিছিয়ে যাচ্ছে চিকিৎসা পদ্ধতিও। এরই মাঝে বুধবার বড় পদক্ষেপ নিল আইসিএমআর (ICMR)। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা RATs কিটে ছাড়পত্র দিল সংস্থা। এর মাধ্যমে বাড়িতে বসেই করা যাবে করোনা পরীক্ষা (Corona Home Test)। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে সংস্থা জানায়, শুধুমাত্র উপসর্গ রয়েছে বা করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের জন্যই র্যাট কিট ব্যবহার করতে বলা হচ্ছে।
কীভাবে র্যাট কিট ব্যবহার করবেন?
১) আইসিএমআর জানিয়েছে, র্যাট কিট ব্যবহারের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপেল প্লে স্টোর থেকে 'কোভিশেল্ফ' অ্যাপ ডাউনলোড করতে হবে।
২) ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে।
৩) দোকান থেকে তা দেখিয়ে কিনতে হবে র্যাট কিট। ঘরে বসে টেস্ট করাতে কোনও প্রেসক্রিপশন লাগবে না।
৪) এরপর র্যাপিড অ্যান্টিজেন কিটের (Rapid Antigen Kit) টেস্টিং স্ট্রিপের মাধ্যমে নাক ও মুখ থেকে লালারস সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে ১৮ বছরের নীচেদের প্রাপ্তবয়স্করা সাহায্য করবেন।
৫) অ্যাপের মাধ্যমে স্ট্রিপের একটি ছবি তুলতে হবে। সেই ছবি সরাসরি পৌঁছে যাবে আইসিএমআরের সার্ভারে।
৬) তারপর হাতেনাতে রিপোর্টে চলে আসবে আপনি পজিটিভ নাকি নেগেটিভ।
পুণের মাইল্যাব ডিসকভারি সলিউশন এই কিটটি তৈরি করেছে। যে হারে সংক্রমণ ছড়িয়ে পড়ছে তাতে এই কিট যে আগামী দিনে বিপ্লব আনবে তা বলাই বাহুল্য। চিকিৎসকদের মতে এর ফলে আগে থেকেই করোনা আক্রান্তদের চিকিৎসা করা সম্ভব হবে। বাড়াবাড়ি হওয়া থেকেও আটকানো যাবে। করোনা পরীক্ষার খরচও এর ফলে অনেকটা কমবে।
আরও পড়ুন: একদিনে ২০ লক্ষের বেশি COVID Tests, বিশ্ব রেকর্ড ভারতের
আরও পড়ুন: ১২০ বছর বয়সেও সামনে থেকে নেতৃত্ব! নিজে প্রথম টিকা নিয়ে বাকিদের সাহস জোগালেন শতায়ু