ওয়েব ডেস্ক: স্ট্রোক হল এমন এক রোগ যা মুহূর্তে মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেয়। বর্তমান যুগে মানুষের একেবারে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে স্ট্রোক। আসুন জেনে নিন স্ট্রোক নিয়ে কিছু তথ্য--


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) অতিরিক্ত ধূমপান, হাই কোলেস্টরল, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এবং বংশগত কারণে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে।


২) মহিলাদের স্ট্রোকে মৃত্যুর হার আমাদের দেশে পুরুষদের থেকে অপেক্ষাকৃত বেশি। কারণ রক্তের উচ্চচাপ সংক্রান্ত নানাবিধ রোগ মহিলারা অবহেলা করেন।


৩) স্ট্রোক হওয়ার ঝুঁকি থেকে বাঁচতে দৈহিক পরিশ্রম, খাদ্যগ্রহণে সতর্কতা বাড়াতে হবে। নুন কম খেতে হবে। ধুমপান, মদ্যপান থেকে দূরে থাকতে হবে।


৪) বয়স বাড়তে স্ট্রোকের প্রবণতা বৃদ্ধি পায়। মেদ বাড়লে বিপদের সম্ভাবনা বাড়ে। টি আইয়ের সমস্যা থাকলে ডাক্তার ডাকতে হবে।  দীর্ঘক্ষণ যারা বসে কাজ করেন তাদের একটু হেঁটে নেওয়া জরুরী।


৫) সাধারণত ৫০ বছর বয়সের পর স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। তবে শিশুদেরও হতে পারে, সেক্ষেত্রে রিজম্যাটিক হার্ট ডিজিজ বা জন্মগত হার্টের বাত রোগের কারণেও হতে পারে।