Corona Updates: আবারও কমল Corona আক্রান্তের সংখ্যা, তবে হেরফের হয়নি মৃতের সংখ্যায়
দেশে মোট টিকা নিয়েছেন ২১ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার ৬১৪ জন।
নিজস্ব প্রতিবেদন: আপাতত নীচের দিকেই নামছে দেশের দৈনিক করোনা আক্রান্তের (Corona Daily Cases) গ্রাফ। কালকের পর আজকেও বজায় রইল সর্বনিম্ন রেকর্ড। টানা ৪৬ দিন পর ফের সবচেয়ে কম দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ জন। গত শনিবার সেই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৭৩ হাজার ৭৯০ জন। যার ফলে আবারও কমে দাঁড়াল সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ২১,১৪,৫০৮ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমেছে অনেকটাই। বর্তমানে দেশে করোনায় সক্রিয় রোগীর (Active Corona Cases) সংখ্যা ২১ লক্ষ ১৪ হাজার ৫০৮ জন। করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লক্ষ ৯৪ হাজার ৮০০ জন।
তবে মৃত্যুর সংখ্যায় তেমন হেরফের হয়নি। কিন্তু গতকালের চেয়ে কম। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৬০ জন। মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ৯৭২ জন। আশার আলো সুস্থতার হারেও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ৩০৯ জন। দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৫৪ লক্ষ ৫৪ হাজার ৩২০ জন। সুস্থতার হার এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৯১.২৫ শতাংশ। দেশে মোট টিকা নিয়েছেন ২১ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার ৬১৪ জন।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)