নিজস্ব প্রতিবেদন- ফের বাড়ল মৃতের সংখ্যা। ৪ হাজারের গণ্ডি পার করল ২৪ ঘণ্টায়। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২৪ ঘণ্টায় Corona আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের। তবে আক্রান্তের সংখ্যা গতকালের চেয়ে অনেকটাই কম। আক্রান্তের সংখ্যা সাময়িক স্বস্তির বার্তা দিলেও, কপালে ভাঁজ ফেলছে মৃতের সংখ্যা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৫৯১ জন। কোভিড মুক্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২৯৫ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ২৭ লক্ষ ১২ হাজার ৭৩৫ জন। মৃতের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজার ৩৩১ জনে। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ২৭ হাজার ৯২৫। সক্রিয় আক্রান্তের সংখ্যা কমলেও, বেশ দীর্ঘদিন ধরে এই লক্ষ লক্ষ জন আক্রান্ত থাকায়, বাড়ছে মৃতের সংখ্যা। করোনার সঙ্গে যুঝতে পারছেন না। সংক্রমণ ঘটছে ফুসফুসে। 


আরও পড়ুন: বছরে ১০০ কোটি করে Covaxin, দায়িত্ব নিল Bharat Biotech


 



এত দিনে ভ্যাকসিন পেয়ে গিয়েছেন ১৯ কোটি ১৭ লক্ষ ৭৯ হাজার ৫০৩ জন। বলা যায়, দেশে একাধিক রাজ্যে লকডাউন ও টিকা কর্মসূচি অনেকটা এগিয়ে যাওয়ায় আক্রান্তের সংখ্যা কমছে। তবে এরই মধ্যে হানা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। যার জন্যও মৃত্য ঘটছে অনেকের।