Howrah: 'জাল' কাস্ট সার্টিফিকেটে ভোটে জিতেই পঞ্চায়েতে, এমনকি প্রধানও! অস্বস্তিতে তৃণমূল...

Fake Cast Certificate: অভিযোগ ভিত্তিহীন। যাবতীয় সঠিক তথ্য নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। দাবি প্রধানের।

Updated By: Jan 30, 2025, 06:06 PM IST
Howrah: 'জাল' কাস্ট সার্টিফিকেটে ভোটে জিতেই পঞ্চায়েতে, এমনকি প্রধানও! অস্বস্তিতে তৃণমূল...

দেবব্রত ঘোষ: জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে ভোটে জিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সাঁকরাইলের তৃণমূল পরিচালিত ঝোরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের বিরুদ্ধে। কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল প্রধানের পদত্যাগ দাবি করা হলে তিনি জানিয়েছেন গোটা ঘটনাটি আদালতে বিচারাধীন রয়েছে। বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে।

Add Zee News as a Preferred Source

জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েত ভোটে জেতার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও এক সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূল পরিচালিত দুটি পঞ্চায়েতের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। সাঁকরাইল ব্লকের অন্তর্ভুক্ত থানামাকুয়া এবং ঝোড়হাট এই দুটি গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে  ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতে সঞ্জয় অধিকারী জাল ওবিসি সার্টিফিকেট দাখিল করে বছর দেড়েক আগে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জয়লাভ করে তৃণমূল বোর্ড গঠন করে। জয়লাভ করার পর সঞ্জয় অধিকারী পঞ্চায়েতে প্রধানের দায়িত্ব পালন করছেন।

তাঁর বিরুদ্ধে জাল কাস্ট সার্টিফিকেট দাখিল করার অভিযোগের ভিত্তিতে প্রশাসন তদন্ত শুরু করেছে। অন্যদিকে থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতেও তপু নস্কর নামে একজন মহিলা  জাল কাস্ট সার্টিফিকেট দাখিল করে নির্বাচনে জয়লাভ করেন বলে অভিযোগ ওঠে। সে ক্ষেত্রেও জেলা প্রশাসন তদন্ত শুরু করে এবং পরবর্তীতে তাঁর দাখিল করা কাস্ট সার্টিফিকেট জাল বলে প্রমাণিত হয়। প্রশাসনের পক্ষ থেকে তার পঞ্চায়েতের সদস্যপদ খারিজ করা হয়। যদিও এবিষয়ে  তিনি কোনও প্রতিক্রিয়া দেননি।

জেলা কংগ্রেসের অভিযোগ, একটি গ্রাম পঞ্চায়েতে এক সদস্যকে খারিজ করা হল তাঁর পদ থেকে। কিন্তু ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতে প্রধানকে এখনও সেই পদে বহাল রাখা হয়েছে। তাঁদের প্রশ্ন অভিযুক্তরা কেবল ভোটারদের ঠকাননি, প্রশাসনকেও ঠকিয়েছেন। শুধুমাত্র জাল সার্টিফিকেট বাতিল নয়, অবিলম্বে পদ থেকে অপসারণ করে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এমনটাই দাবি করে বিরোধীরা।

হাওড়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই মর্মে জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হয়। ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় অধিকারী বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। যাবতীয় সঠিক তথ্য নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। সঠিক বিচার হবে। তিনি আরও বলেন, এই পঞ্চায়েত এলাকায় যে উন্নয়নের কাজ হচ্ছে এবং আরো যে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা সহ্য না হওয়াতেই চক্রান্ত করা হচ্ছে।

আরও পড়ুন, OnlyFans Model: এক 'অদ্ভূত' কারণে একদিনে ১০০ পুরুষের শয্যাসঙ্গী হতে চায় এই সুন্দরী! শেষে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.