আক্রান্তের চেয়ে সুস্থতার হার অনেক বেশি, তবে ভয় পাওয়াচ্ছে মৃত্যু সংখ্যা
এরই মাঝে মোট ভ্যাকসিন পেয়েছেন ১৮ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৬০ জন।
নিজস্ব প্রতিবেদন: কোভিডে আক্রান্তের সংখ্যা একলাফে অনেকটা কমে গেল। তিন লাখের ঘর ছেড়ে এখন ২ লাখে বিচরণ। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজা ৩৮৬ জন। সেখানে সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ৭৪১ জন। নিঃসন্দেহে এটি স্বস্তির খবর। কারণ, এতদিন আক্রান্তের সংখ্যার থেকে সুস্থতার হার অনেকটা কম থাকত। সেখানে সুস্থ হয়েছে আক্রান্তের চেয়ে কয়েকগুণ বেশি। তবে ভয় দেখাচ্ছে মৃত্যু সংখ্যা,২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের।
বিভিন্ন রাজ্যে লকডাউন, কড়া স্বাস্থ্যবিধি পালন, নয়া গাইডলাইন জারি করার ফলেও এমনটা ঘটতে পারে। পাশাপাশি ভ্যাকসিনও নিয়ে ফেলেছেন প্রায় ১৮ কোটিরও বেশি ভারতবাসী। সেই কারণেই মূলত কমছে আক্রান্তের সংখ্যা।
নতুন করে সংক্রমণ ঘটায়, মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ৪৬৩। করোনা মুক্ত হয়েছে ২ কোটি ১১ লাখ ৭৪ হাজার ০৭৬। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ৩৯০-তে। এখনও পর্যন্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৫ লাখ ১৬ হাজার ৯৯৭ জন।
প্রসঙ্গত, এরই মাঝে মোট ভ্যাকসিন পেয়েছেন ১৮ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৬০ জন।