নিজস্ব প্রতিবেদন: দেশে আরও কমল দৈনিক করোনা সংক্রমণ। এই নিয়ে পরপর টানা তিনদিন কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের কবলে পড়েছেন ৩ লক্ষ ১১হাজার ১৭০ জন। কিন্তু আবার ৪ হাজার টপকে গেলে মৃতের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের।  মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৭০ হাজার ২৮৪ এ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে, কিছুটা স্বস্তি জাগিয়ে বাড়ল সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। রবিবার সকাল পর্যন্ত দৈনিক সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭ জন। করোনা থেকে দেশে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ০৭ লক্ষ ৯৫ হাজার ৩৩৫ জন। দেশের একাধিক রাজ্যে পূর্ণ বা আংশিক লকডাউন ও কড়া বিধিনিষেধ আরোপের জন্যই এই সুফল ধীরে ধীরে মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 



স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী করোনার দ্বিতীয় ওয়েভে দেশে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ০৭৭ জন। তবে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ১৮ হাজার ৪৫৮ জন। অপরদিকে, দেশের ১৮ কোটি ২২ লক্ষ ২০ হাজার ১৬৪ জন ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়েছেন।