নিজস্ব প্রতিবদন: অনেকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। ৪০,০০০ নিচে সংক্রমিত হয়েছে গত ২৪ ঘণ্টায়। অনেকদিন ধরেই দ্বিতীয় ঢেউয়ের দাপটের গ্রাফ নিম্নমুখী। ডেল্টা প্লাস ভেরিয়েন্ট কতটা সংক্রামক তা এখনও প্রমাণিত নয়।  সেই উদ্বেগের মাঝে বিগত বেশ কিছু দিন ধরে করোনা আক্রান্ত ৫০ হাজারের কাছাকাছি ছিল। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৫৬ জন (Daily Corona Cases)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যা গতকাল ছিল ৪৬ হাজার ১৪৮ জন (India reports #COVID19 cases)। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রবিবারের রিপোর্ট মোতাবেক দৈনিক সুস্থ হয়েছে ৯৬.৮৭% (Recovered)। ১০২ দিন পর আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের কম হয়েছে। সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases) এসে দাঁড়িয়েছে ৫ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৫২ হাজার  ৬৫৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৯৯৪ জন।  


আরও পড়ুন: রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ১৮০০-র নীচে, ১ লক্ষের কম টিকাকরণ



আরও পড়ুন: পুজোর আগে আসবে না থার্ড ওয়েভ, এখনও হাতে ৬-৮ মাস, জানাল ICMR
 


গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Daily Death Toll) হয়েছে ৯০৭ জনের। মোট মৃত্যু সংখ্যা (Death toll) গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জন। দেশে করোনায় মোট আক্রান্ত ৩ কোটি ০৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার ৬০১ জন।