নিজস্ব প্রতিবেদন: ৯৭.২৮% হারে দেশে করোনা মুক্ত হচ্ছে মানুষ। সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে ১.৩৯ % হারে। স্বাস্থ্য় মন্ত্রকের রিপোর্ট মোতাবেক ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন। অর্থাৎ ১.৯৯% হারে রোজ আক্রান্ত হচ্ছেন মানুষ। সেখানে সুস্থ হয়েছেন ৪০ হাজার ২৬ জন। ১ দিনে মৃতের সংখ্যা ৫৪২।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে আক্রান্তের সংখ্যা গত ২৫ দিনে ৩ % থেকে কমে ১.৯৯% পৌঁছে গিয়েছে। সপ্তাহে ২.১৪% হারে আক্রান্ত হচ্ছেন মানুষ। দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছে গিয়েছে ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯। সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ৮২৯ জন। 


 



এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ৪২২। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১২ হাজার ৫৩১ জনের। ইতিমধ্যে ভ্যাকসিন পেয়েছেন, ৩৯ কোটি ৫৩ লক্ষ ৪৩ হাজার ৭৬৭ জন।