নিজস্ব প্রতিবেদন: দেশে মোট মৃত্যু সংখ্যা ছাড়িয়ে গেল ৪ লক্ষ। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট মোতাবেক করোনায় আক্রান্ত হয়ে ভারতে মোট প্রাণ গিয়েছে ৪ লক্ষ ৩১২ জনের। জানা যাচ্ছে, অনেক আগেই এই সংখ্যা পার করেছে আমেরিকা এবং ব্রাজিল। ব্রাজিলে তা ৫ লক্ষ ছাড়িয়েছে এবং আমেরিকায় ৬ লক্ষ। তবে  গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। বেশ কিছুদিন ধরে গ্রাফের নিম্নমুখী ট্রেন্ড দেখা যাচ্ছে।  দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১ জন। 


গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৮৫৩ জন। মোট মৃত্যু ৪ লক্ষ ছুঁইছুঁই। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৩৮৪ জন। মোট সুস্থের সংখ্যা (Recovered) ২ কোটি ৯৫ হাজার ৪৮ লক্ষ ৩০২ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) ৫ লক্ষ ০৯ হাজার ৬৩৭ জন। 



আরও পড়ুনটিকা নিতে সূচ ফোটাতে হবে না, জরুরি ভিত্তিতে ৩ ডোজের জাইকভ-ডি ছাড়পত্রের আবেদন


যদিও চিকিৎসকের দাবি, করোনার গ্রাফে উত্থান-পতন থাকবেই। এখনই পরিসংখ্যান নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ভ্যাকসিনেশনের মাত্রা বাড়াতে হবে। একইসঙ্গে কোভিডবিধি মেনে চলতেই হবে। আনলক প্রক্রিয়ার সঙ্গে কোভিডবিধি ভুললে চলবে না। এখনও পর্যন্ত দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ৩৪ কোটি ০০ লক্ষ ৭৬ হাজার ২৩২ জন।