এপ্রিলের পর দেশে সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণ, তবে কমছে না মৃতের সংখ্যা
শুক্রবারের পর শনিবারের রিপোর্ট যথেষ্ট উদ্বেগজনক।
নিজস্ব প্রতিবেদন: গতবারের মতোই ফের লকডাউন ও বিধিনিষেধের কড়াকড়ি চলছে বেশিরভাগ রাজ্যে। ফলে দেশের করোনা সংক্রমণের গ্রাফ খানিকটা নিম্নগামী। আপাতত দৈনিক আক্রান্তের সংখ্যা লাখের নিচে। কিন্তু মৃত্যু? বিশেষ হেরফের হচ্ছে না। বরং শুক্রবারের পর শনিবারের রিপোর্ট যথেষ্ট উদ্বেগজনক।
এদিন স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা সংক্রমণের কবলে পড়েছেন মাত্র ৮৪, ৩৩২ জন। গত দু'মাসে যা সর্বনিম্ন। কিন্তু মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ২ জন। গতকাল সংখ্যাটা ছিল ৩ হাজার ৪০৩ জন।
এদিকে আবার কোভিড ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানো নিয়ে আপত্তি তুলেছেন চিকিত্সকের একাংশ। তাঁদের দাবি, টিকার দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানো হলে, করোনায় যেকোনও স্ট্রেনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে। কেন্দ্রের পাল্টা জবাব, কোভিশিল্ড ও কোভ্যাকসিনের দুটি ডোজের ব্য়বধান বাড়ানো নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। চিকিত্সকদের একাংশ যা বলছে, তা নিয়ে গবেষণা হওয়া দরকার।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)