Covid: ভাবাচ্ছে কোভিড, একদিনে ২৩% বাড়ল আক্রান্তের সংখ্যা!
মঙ্গলবার কোভিডে মৃত্যু ছিল ১৯, করোনা আক্রান্ত হয়েছিলেন ১৩,০৮৬ জন। ফলে বুধবারের বাড়তি সংখ্যাটা বোঝাই যাচ্ছে এর নিরিখে খুবই ভীতিজনক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার কি তবে চতুর্থ ওয়েভের আশঙ্কা? অন্তত বুধবারের কোভিড-পরিস্থিতি খুবই উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। একদিনে সংক্রমণ বেড়েছে অনেকটা।
বুধবার ভারতে একলাফে কোভিড সংক্রমণ বেড়েছে ২৩ শতাংশ। বুধবার ২৪ ঘণ্টায় দেশ জুড়ে নতুন করে ১৬,১৫৯ পজিটিভ সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, এর ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৪,৩৫,৪৭,৮০৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে ২৮ জন কোভিড রোগী মারা গিয়েছেন।
ডেলি পজিটিভ কেসের রেট ৩.৫৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। মঙ্গলবার কোভিডে মৃত্যু ছিল ১৯, করোনা আক্রান্ত হয়েছিলেন ১৩,০৮৬ জন।
আরও পড়ুন: Coronaviurs Test: কোভিড টেস্টে বড় সাফল্য, মাত্র এক ঘণ্টায় ধরা যাবে যে কোনও ভেরিয়্যান্ট