Covid 19: শুরু হয়ে গেল চতুর্থ ঢেউ? একদিনে আক্রান্ত ৭২৪০
সর্বাধিক সংক্রমণ হচ্ছে এমন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, দিল্লি, উত্তর প্রদেশ এবং তেলেঙ্গানা।
নিজস্ব প্রতিবেদন: চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মাঝেই, ভারতে গত ২৪ ঘন্টায় ৭,২৪০ টি নতুন কোভিড -১৯ সংক্রমণের কথা জানা গিয়েছে। সক্রিয় সংক্রমণ বেড়ে হয়েছে ৩২,৪৯৮। সরকার জানিয়েছে দেশে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
বুধবার ভারতে ৫,২৩৩টি নতুন কোভিড -19 সংক্রমণ দেখা গিয়েছে। আগের দিনের তুলনায় আবার ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয় দিন দেশ ৪০ শতাংশ বৃদ্ধি পেলো সংক্রমণ।
অন্যদিকে, মঙ্গলবার মহারাষ্ট্রে কোভিড -১৯ সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রাজ্যে ২,৭০১ টি নতুন করোনভাইরাস সংক্রমণ রেকর্ড করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের মতে, নতুন সংক্রমণের মধ্যে ১,৭৬৫ জন রোগী মুম্বইয়ের। মহারাষ্ট্রে মঙ্গলবার ১,৮৮১ টি নতুন কোভিড -১৯ সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে ১,২৪২টি সংক্রমণ হয়েছে মুম্বইতে।
সর্বাধিক সংক্রমণ হচ্ছে এমন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, দিল্লি, উত্তর প্রদেশ এবং তেলেঙ্গানা।
আরও পড়ুন: Cancer Drug: ইতিহাসে প্রথমবার! ট্রায়ালে এক ওষুধেই ভ্যানিশ ক্যান্সার
মহারাষ্ট্রে, রাজ্য সরকার শনিবার ট্রেন, বাস, সিনেমা, অডিটোরিয়াম, অফিস, হাসপাতাল, কলেজ এবং স্কুলের মতো বন্ধ জায়গায় ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টার জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস সতর্ক করেছেন যে মহামারী এখনও শেষ হয়নি। অনেক দেশ তাদের করোনভাইরাস প্রোটোকল শিথিল করেছে এবং ভাইরাসের সঙ্গে বাঁচার চেষ্টা করছে। টেড্রোস জানিয়েছেন ধনী দেশগুলিতে প্রথম গণ টিকাদান কর্মসূচি শুরু হওয়ার ১৮ মাস পরে, ৬৮টি দেশে এখনও তাদের জনসংখ্যার ৪০ শতাংশের টিকাকরণ বাকি।