নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৪২ লক্ষ ছুঁতে চলল। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৬৩২। এ পর্যন্ত এক দিনে করোনা আক্রান্তের নিরিখে এটাই সর্বোচ্চ। কিছুতেই রোখা যাচ্ছে না এই মারণ ভাইরাসের সংক্রমণকে। কেন এই পরিস্থিতি? ভারতে কি তাহলে করোনার ‘সেকেন্ড ওয়েভ’ শুরু হয়ে গেল?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এর ডিরেক্টর ডঃ রণদীপ গুলেরিয়া জানান, দেশে করোনার ‘সেকেন্ড ওয়েভ’ শুরু হয়ে গিয়েছে। পরবর্তী আরও কয়েক মাস করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।


এ দিন ডঃ গুলেরিয়া জানান, করোনার এই অতিমারী পরিস্থিতি ২০২১-এ হয়তো থাকবে না। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা অনেকাই কমবে। তবে এই ভাইরাসের প্রভাব একেবারেই থাকবে না, এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। সরকারি হিসাব অনুযায়ী, শেষ ১৩ দিনে দেশজুড়ে করোনা আক্রান্ত্রের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। তবে দেশে করোনায় সুস্থতার হার ৭৭.২৩ শতাংশ। এখনও পর্যন্ত ৩১ লক্ষ ০৭ হাজার ২২৩ জন এই ভাইরাসের প্রকোপ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন।


আরও পড়ুন: সঙ্কটজনক করোনা রোগীর প্রাণ বাঁচাতে পারে স্টেরয়েড! প্রমাণ পেয়ে প্রয়োগে সমর্থন WHO-এর


পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনার ক্রমবর্ধমান ‘পজেটিভ রিপোর্ট’ যা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ক্রমবর্ধমান সংখ্যার প্রেক্ষাপটে বিশেষ উদ্বেগজনক! বিশেষজ্ঞদের মতে, এ সবই হয়তো করোনা সংক্রমণের ‘সেকেন্ড ওয়েভ’-এর প্রাথমিক পর্যায়ের ইঙ্গিত। এই পরিস্থিতি কতদিন পর্যন্ত চলতে পারে বা কোন পর্যায়ে পৌঁছাবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে পরিস্থিতির উপর দ্রুত নিয়ন্ত্রণ পেতে হলে এখনই তৎপর হতে হবে।