নিজস্ব প্রতিবেদন: চকলেট ফুচকা, ধোসা, মোমো, লঙ্কার রসগোল্লার মতো খাবার এখন মেনুতে চেনা পদ। কিন্তু এতেই শেষ রান্নায় বা খাবারে অভিনবত্ব আনতে মরিয়া রাধুনিরা। পাশাপাশি সেই খাবারে থাকছে পুষ্টি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল এবার আইসক্রীম। তাও  আবার মাংসের স্বাদে। বলা যেতে পারে মাংসের গন্ধ যুক্ত আইসক্রিম।    



বেলারুশের এক সংস্থা মিনস্ক ইনস্টিটিউট ফর মিট অ্যান্ড ডেয়ারি এমন এক আইসক্রিম তৈরি করেছে যাতে রয়েছে মাংসের গন্ধ। না অবশ্যই কষা মাংস নয়। আশা করা হচ্ছে হটডগ বা সসেসের স্বাদ বা গন্ধ থাকবে।  


 



আইসক্রিমের নাম রাখা হয়েছে ‘আইস মিট’। সংস্থার দাবি, এতে শর্করা নেই। এটি খুবই স্বাস্থ্যকর। তারাই জানিয়েছে স্বাদে অসাধারণ আইসক্রিম।