পিরিয়ডসের আগে পরে মহিলাদের Vaccine নেওয়া নিরাপদ? কী জানাল কেন্দ্র?
পয়লা এপ্রিল থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলের টিকাকরণ
নিজস্ব প্রতিবেদন: করোনার ভ্যাকসিন নিয়ে একাধিক ভুয়ো তথ্য সোশাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। ঝড়ের গতিতে ছড়িয়ে যাচ্ছে ফেক নিউজ। তেমনই একটি পোস্টে বলা হয় যে ঋতুস্রাবের আগে ও পরের ৫ দিনে মহিলারা করোনার ভ্যাকসিন নিতে পারবেন না। এর কারণে বলা হয় যে মহিলারা ঋতুচক্র চলাকালীন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। ফলে করোনার ভ্যাকসিন নিলে তার একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া হবে। কিন্তু শনিবার কেন্দ্রের তরফে সেই তথ্যকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করে PIB (Press Information Bureau)।
আরও পড়ুন: Covishield-র চেয়েও দামি Covaxin, ডোজ পিছু ₹৬০০ দিতে হবে রাজ্যকে
একটি পোস্টে PIB জানায়, '২৮ এপ্রিল থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলের কোভিড ১৯ ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা উচিত। সোশাল মিডিয়ায় মহিলাদের পিরিয়ড্স চলাকালীন ভ্যাকসিন নিতে বারণ করা হচ্ছে সেই তথ্য সম্পূর্ণ মিথ্যা। গুজবে কান দেবেন না '।
আরও পড়ুন: অক্সিজেনের নির্ভরতা কমাবে Zydus Cadila-র ভিরাফিন, জরুরি ভিত্তিতে ছাড়পত্র DGCI-র
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে জানায় যে পয়লা মে থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়া হবে। ২৮ এপ্রিল থেকে আরোগ্য সেতু অ্যাপ ওবং কোউইন পোর্টালে এর জন্য রেজিস্ট্রেশন শুরু হবে।