এর কারণে প্রতি দশ সেকেন্ড বিশ্বে একজন মানুষ মারা যান
একেবারে নি:শব্দে মৃত্যু মিছিল বলা যায়। আপনি যদি একটু ধীরে পড়া মানুষ হন, তাহলে আপনি যতক্ষণে এই লাইনটা পড়ছেন, ততক্ষণে বিশ্বের কোথাও কোথাও একজন মারা যাচ্ছে এর কারণে। প্রতি দশ সেকেন্ডে বিশ্বজুড়ে মানুষ মারা যায় অ্যালকোহল সেবনের কারণে। হ্যাঁ, অ্যালকোহলের ক্ষতিকারক দিক এতটাই। তবু প্রতি মুহূর্তে অসংখ্যা মানুষ এই বিশ্বে মাতাল অবস্থায় সময় কাটাচ্ছে।
ওয়েব ডেস্ক: একেবারে নি:শব্দে মৃত্যু মিছিল বলা যায়। আপনি যদি একটু ধীরে পড়া মানুষ হন, তাহলে আপনি যতক্ষণে এই লাইনটা পড়ছেন, ততক্ষণে বিশ্বের কোথাও কোথাও একজন মারা যাচ্ছে এর কারণে। প্রতি দশ সেকেন্ডে বিশ্বজুড়ে মানুষ মারা যায় অ্যালকোহল সেবনের কারণে। হ্যাঁ, অ্যালকোহলের ক্ষতিকারক দিক এতটাই। তবু প্রতি মুহূর্তে অসংখ্যা মানুষ এই বিশ্বে মাতাল অবস্থায় সময় কাটাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর রিপোর্ট বলছে ২০১২ সালে অতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণে গোটা বিশ্বে ৩৩ লক্ষেরও বেশি মানুষ মারা যান। ক্ষতিকারক অ্যালকোহলের কারণে মানুষ শুধু নেশায় পড়ে যায় না, সেই সঙ্গে টিউবার্কিউলোসিস্ বা টিবি সহ অন্তত ২০০ রকমের রোগ হতে পারে। ১৫ বছরের উর্ধ্বে গোটা বিশ্বে একজন মানুষ গড়ে সারা বছর ৬.৫ লিটার অ্যালকোহল পান করেন।