নিজস্ব প্রতিবেদন: করোনা হানায় ক্ষতবিক্ষত বিশ্ব। ডেল্টার পর ওমিক্রন সংক্রমণে ফের কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক দেশে। এরই মধ্যে দেহে প্রবেশ করছে- 'ফ্লোরোনা'। অর্থাৎ ফ্লু (জ্বর)+ করোনা। রিপোর্ট অনুসারে এই ফ্লোরোনা আক্রান্ত হলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম ভেঙে যাচ্ছে। জানা গিয়েছে, মানব শরীরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং সার্স কোভ-২ একসঙ্গে প্রবেশ করলে এই রোগটি হচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি ইজরায়েলে প্রথম এই রোগ ধরা পড়েছে। সন্তানসম্ভবা এক মহিলা যিনি হাসপাতালেই ভর্তি হয়েছিলেন তিনি আক্রান্ত হন ফ্লোরোনায়। ইজরায়েলি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, ওই মহিলা ইনফ্লুয়েঞ্জা কিংবা করোনা কোনটিরই ভ্যাকসিন নেননি। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞ রা জানিয়েছেন এটি ডেল্টা বা ওমিক্রনের মত করোনার কোনও প্রজাতি নয় একেবারেই। ইজরায়েলে সম্প্রতি ইনফ্লুয়েঞ্জা বৃদ্ধি পেয়ে এই রোগে আক্রান্ত হয়েছে এক মহিলা।


আরও পড়ুন, Coronavirus: লাগামছাড়া করোনা সংক্রমণ, দেশে এক লাফে ২৭ হাজার পেরোল আক্রান্ত


কী এই ফ্লোরোনা?


বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, "এই রোগের কারণ হল দেহে যখন একই সঙ্গে করোনা এবং ইনফ্লুয়েঞ্জা আক্রমণ হয়। যার জেরে দেহের অনাক্রমতাও ক্ষতিগ্রস্ত হয়। তবে যদি দুই ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নেওয়া থাকে,তবে আটকান সম্ভব।" mayoclinic.org-এর তরফে বলা হয়েছে, কোভিড ১৯ এবং ফ্লু একই ভাবে ছড়িয়ে পড়ে। ছ ফুট কিংবা ২ মিটারের মধ্যে সংক্রমিত হয়। এয়ারোসল এবং ড্রপলেট হয়েই ছড়িয়ে পড়ে ভাইরাসটি।


হাঁচি, কাশি কিংবা কথা বলার সময় নাক-মুখ দিয়ে শ্বাসযন্ত্রে প্রবেশ করে দুই ভাইরাসই। এমনকী স্পর্শ করলেও সেখান থেকেও ভাইরাস ছড়িয়ে পড়ে। তবে এই ফ্লোরোনা সংক্রমণ নিয়ে চিন্তা বাড়ছে কারণ অন্যান্য রোগও অনেকটা বৃদ্ধি পায় এই আক্রমণে। নিউমোনিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অর্গান ফেলিওর, হার্ট অ্যাটাক, স্ট্রোক এমনকী মৃত্যুও হতে পারে ফ্লোরোনায়। তবে তা কোমর্বিডিটি থাকলেই। 


রোগ উপশম 


যদিও ফ্লুর লক্ষণগুলি তিন থেকে চার দিনের মধ্যে দেখা যায়। যদিও করোনাভাইরাসের লক্ষণগুলি ১৪ দিন থেকে যায়। কাশি এবং সর্দি, জ্বর খুব বেশি থাকলে আরটিপিসিআর টেস্ট করা উচিত। লক্ষণ দেখে বোঝা সম্ভব নয়। দুই ভাইরাসের জিনোটাইপ ভিন্ন। তাই শুধুমাত্র ল্যাবে পরীক্ষার ফলাফল দেখে আলাদা করা যেতে পারে। ফ্লোরোনা হলে আইসোলেটেড থাকা একমাত্র উপায়। এছাড়া চিকিৎসকের পরামর্শ মত ওষুধ খেলেই সুস্থ হয়ে ওঠা যায়।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App