ওয়েব ডেস্ক: আপনি কি জানেন একগ্লাস দুধে হলুদ মিশিয়ে খেলে, তা আমাদের শরীরের জন্য কতটা উপকারী? দুধ এবং হলুদ, এই দুয়ের মিশ্রন আমাদের শরীরের অ্যান্টিবায়োটিকের কাজ করে। যা আমাদের শরীরেকে বিভিন্ন ইনফেকশন এবং রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। জেনে নিন এই হলুদ দুধের আরও উপকারিতাগুলো-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) অ্যান্টিসেপটিক এবং অ্যাসট্রিনজেন্ট উপাদান থাকার কারণে হলুদ দুধ ঠাণ্ডা লাগা, সর্দি, কাশির হাত থেকে আমাদের রক্ষা করে। তাই দেখে থাকবেন, বর্ষাকালে কিংবা বৃষ্টিতে ভিজে আসলে, মা-ঠাকুমারা হলুদ দুধ খেতে বলে থাকেন।


আরও পড়ুন শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী খাওয়াবেন জেনে নিন


২) আর্থারাইটিস নির্মূল করতেও খুবই উপকার করে হলুদ দুধ। গাঁটে ব্যথা কমিয়ে গাঁট এবং পেশিকে সচল রাখতে সাহায্য করে।


৩) প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্টস থাকার কারণে হলুদ দুধ যেকোনও ব্যথা, যন্ত্রণার হাত থেকে আমাদের মুক্তি দেয়।


আরও পড়ুন কীভাবে বাড়িতে সহজেই ‘ক্রিমি চিকেন পিত্‌জা’ বানাবেন শিখে নিন


৪) রক্ত পরিশুদ্ধ করে লিভারের কাজ সচল রাখে হলুদ দুধ।


৫) হজমের জন্য খুবই উপকারী হলুদ দুধ। এটি আলসার, ডায়রিয়া, হজমের গোলমালের সমস্যা দূর করে। শক্তিশালী অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে।