কীভাবে বাড়িতে সহজেই ‘ক্রিমি চিকেন পিত্জা’ বানাবেন শিখে নিন
পিত্জা খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। কারণে অকারণে কিংবা বাড়িতে অফিসে কিংবা কোনও বিশেষ অনুষ্ঠানে এই খাবারটা আমরা খুবই ভালোবেসে খেয়ে থাকি। আর এখন তো পিত্জা খাওয়ার জন্য আপনাকে দোকান পর্যন্তও যেতে হবে না। আপনি যেখানে রয়েছেন, সেখান থেকে শুধু ফোনে অর্ডার দেবেন। পিত্জা নিজে নিজেই আপনার কাছে চলে যাবে।
![কীভাবে বাড়িতে সহজেই ‘ক্রিমি চিকেন পিত্জা’ বানাবেন শিখে নিন কীভাবে বাড়িতে সহজেই ‘ক্রিমি চিকেন পিত্জা’ বানাবেন শিখে নিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/26/74303-pizza-26-12-16.jpg)
ওয়েব ডেস্ক: পিত্জা খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। কারণে অকারণে কিংবা বাড়িতে অফিসে কিংবা কোনও বিশেষ অনুষ্ঠানে এই খাবারটা আমরা খুবই ভালোবেসে খেয়ে থাকি। আর এখন তো পিত্জা খাওয়ার জন্য আপনাকে দোকান পর্যন্তও যেতে হবে না। আপনি যেখানে রয়েছেন, সেখান থেকে শুধু ফোনে অর্ডার দেবেন। পিত্জা নিজে নিজেই আপনার কাছে চলে যাবে।
আরও পড়ুন বাড়িতে ‘মোগলাই পরোটা’ তৈরির সবচেয়ে সহজ রেসিপিটা শিখে নিন
আরও পড়ুন নোটের আকালে এবার বড়দিনে ক্যাসলেস কেকের রমরমা
পিত্জা খাবারটা খেতে ঠিক যতটা ভালো, বাড়িতে তৈরি করাটা ঠিক ততোটাই কঠিন। এমনটাই ধারণা বহু মানুষের। আপনার ধারণাও কি তেমনটাই? তাহলে আজ থেকে সেই ধারণা দূর করুন। আর খুব সহজেই কীভাবে পিত্জা হাট, ডমিনোজের মতো পিত্জা বাড়িতেই তৈরি করবেন, শিখে নিন। সময়ে অসময়ে যেকোনও অনুষ্ঠানে আর দোকানের পিত্জা কেন খাবেন? নিজেই বাড়িতে বানিয়ে ফেলুন।