নিজস্ব প্রতিবেদন: ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর’। এটা জানার পরেও স্বাস্থ্যের ক্ষতি করার জন্য ধূমপান চলতেই থাকে। তার ফলস্বরূপ ক্রমশ বেড়েই চলেছে ফুসফুসের ক্যানসারের হার। চিকিত্‌সকের কাছে যাওয়ার আগেই কীভাবে বুঝবেন আপনার ফুসফুসের ক্যানসার হয়েছে? এর চিকিত্‌সাই বা কী? জেনে নিন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফুসফুসের ক্যানসারের লক্ষণগুলি কী কী-
১) ৩ সপ্তাহেরও বেশি সময় একটানা কাশি।
২) হাঁফ ধরা অনুভূতি।
৩) কাশির সঙ্গে রক্ত।


জেনে নিন শরীরচর্চার আগে কোন কোন খাবার মোটেই খাওয়া উচিত্ নয়



৪) বুক এবং কাঁধে একটানা ব্যথা।
৫) গলার স্বর কর্কশ হয়ে যাওয়া।
৬) ওজন কমে যাওয়া।
৭) ক্লান্তি-অবসাদ অনুভূত হওয়া।


ফুসফুসের ক্যানসারের চিকিত্‌সা কীভাবে করবেন?
ফুসফুসের ক্যানসার ধরা পড়ার পর এর অনেকরকম চিকিত্‌সা রয়েছে। এর মধ্যে অপারেশন, কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি এবং টিউমার অ্যাব্লেশন রয়েছে।
ফুসফুসের ক্যানসারের চিকিত্‌সার জন্য ৩ ধরনের রেডিওথেরাপি করা হয়ে থাকে। এর মাধ্যমে ফুসফুসের একেবারে ক্ষতিগ্রস্থ জায়গার চিকিত্‌সা করা হয়। এবং চিকিত্সকের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।


সুস্থ থাকতে রোজ সাইকেল চালান