ওয়েব ডেস্ক : রোগ সারাতে হাতের কাছেই ওষুধ। ক্রমশই কদর বাড়ছে আয়ুর্বেদিক চিকিত্‍সার। গাছ,গাছড়ার শিকড়,বা পাতাতেও অসুখ সারে ম্যাজিকের মতো। তেমনই কিছু প্রয়োজনীয় আর্য়ুবেদিক গাছগাছড়ার খবর দেওয়া হল আজকের জানকারিতে। বাড়িতে টবেই বসাতে পারেন এই সব ওষধি গাছ। রোগ সারাতে বাড়িতেই কিছু ওষধি গাছের চাষ করতে পারেন। জেনে নিন কোন কোন ওষধি গাছ বাড়িতেই চাষ করা যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কী কী খেলে আপনি সুস্থ থাকবেন এই বর্ষায়?


টবে বসান ওষধি গাছ। তবে জেনে নিন কোন কোন গাছ বসাবেন- 


সেজ বা ঋষি উদ্ভিদ
উত্‍পত্তিগতভাবেই সেজ উদ্ভিদের নাম এসেছে স্যালভিয়া নামক শব্দ থেকে। যার বাংলা করলে হয়-আরোগ্যের জন্য। ছোটখাটো উদ্ভিদটি খুব বেশি জায়গা নেয় না। সেজ নিমেষে সারিয়ে দিতে পারে মুখ জিহ্বার নানা রোগ


ক্যামোমিল
ডেইজিসদৃশ ফুলের অধিকারী এই উদ্ভিদটি চাষ করলে কেবল এর ওষধি উপকারই নয়, সেইসঙ্গে আপনি পাবেন ফুলের মনমাতানো সৌন্দর্যও। হজমে সমস্যা,ত্বকে সংক্রমণ ক্যামোলিন সহজেই সমাধান করে দিতে পারে ছোটখাটো সমস্যা।


পুদিনা
নিত্য নৈমিত্তিক নানা খাবার তৈরি করতে পুদিনাকে আমরা ব্যবহার করি সবাই। নানারকম কাটা-ছেঁড়ার ক্ষেত্রে এবং হারিয়ে যাওয়া খিদেকে ফিরিয়ে আনতে  সাহায্য করে পুদিনা


ফিভারফিউ
জ্বর-জাড়ি সারাতে ফিভারফিউয়ের জুড়ি মেলা ভার। মাথায় প্রচন্ড ব্যথা? দেরি না করে কিছুটা ফিভারফিউয়ের পাতা ছিঁড়ে চিবিয়ে নিন। অথবা চায়ের সঙ্গে মিশিয়ে পান করুন। ব্যথা নিমেষে গায়েব হবে।


লেমন বাম
বহুবর্ষজীবী এই উদ্ভিদটি অনেকটা মিন্টের কাছে। অস্থিরতা,অনিদ্রা,ক্ষত, কিংবা পোকার কামড়ের প্রতিষেধক হিসাবে কাজ করে এই গাছ।পেটের সমস্যাতেও বিশেষ উপকারী


প্রত্যেকটি গাছই আপনি বাড়ির টবে লাগাতে পারেন। টবেই সুন্দর বেড়ে ওঠে এই সব ওষধি গাছ। তাই দেরি না করে হাতের কাছেই রাখুন এই আর্য়ুবেদিক মেডিসিন বাগান।