নিজস্ব প্রতিবেদন: করোনার সঙ্গে লড়াই করতে করতে শরীরও এখন অভ্যাস করে নিয়েছে। বাড়িয়ে তুলেছে করোনা প্রতিরোধের শক্তি। তার ওপর ভ্যাকসিন তো রয়েছে।  Indian Council of Medical Research (ICMR)-র সেরো সার্ভে বলছে ১১ রাজ্যের মানুষের শরীরে তৈরি হয়েছে অ্যান্টিবডি। এই ১১ রাজ্যের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশের শরীরে করোনা প্রতিরোধের  অ্যান্টিবডির খোঁজ মিলেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


১১ রাজ্যের মধ্যে অ্যান্টিবডি তৈরিতে প্রথম স্থানেই রয়েছে মধ্যপ্রদেশের নাম।  এই রাজ্যে ৭৯ শতাংশের শরীরে রয়েছে আ্যান্টিবডি। তালিকার শেষে রয়েছে কেরলের নাম। সব থেকে কম অ্যান্টিবডি তৈরি হয়েছে সে রাজ্যে। উল্লেখ্য, তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পূর্ব মুহূর্তে কেরলে দৈনিক সংক্রমণের হাার মোট সংক্রমণের ৫১%।  দক্ষিণের এই রাজ্যে মাত্র ৪৪.৪ শতাংশের শরীরে অ্যান্টিবডি রয়েছে। দেশের ১১ রাজ্যের ৭০টি জেলায় সমীক্ষা চালিয়েছে আইসিএমআর।


কোন রাজ্যে কত শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে?


 


  • রাজস্থানে ৭৬.২%

  • বিহারে ৭৫.৩ %

  • গুজরাটে ৭৫.৩ %

  •  ছত্তীশগঢ়ে ৭৪.৬ %

  •  উত্তরাখণ্ডে ৭৩.১ %

  •  উত্তর প্রদেশে ৭১ %

  •  অন্ধ্র প্রদেশে ৭০.২ %

  •  কর্ণাটকে ৬৯.৮ %

  •  তামিলনাড়ুতে  ও ওডিশায় ৬৮.১ %



স্বাস্থ্য মন্ত্রক থেকে রাজ্যগুলিকে সেরো সার্ভে চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এতে বোঝা যাবে থার্ড ওয়েভের সময় করোনার সঙ্গে লড়াই করতে কোন রাজ্য কতটা প্রস্তুত।