তৈমুরের পর বিরাট-অনুষ্কার মেয়ের জন্মও ৯১ বছর বয়সী এই Gynecologist-এর হাতেই
আম্বানি, কাপুর, বাজাজদের পরিবারে নতুন সদস্যরা এসেছে তাঁর হাত ধরেই।
নিজস্ব প্রতিবেদন- ৯১ বছর বয়স তাঁর। তবে এখনও তিনি দায়িত্বে অবিচল। ডাঃ আর পি সুনাওয়ালা (Rustom Soonawala)-কে অনেকেই বলেন জীবনদাতা। ১৯৪৮ সাল থেকে প্র্যাকটিস শুরু করেছিলেন। তার পর থেকে এতগুলো বছর ধরে তিনি তো জীবনদানই করে চলেছেন। নিজের আত্মজীবনীতে ৯১ বছর বয়সী এই Gynecologist লিখেছিলেন, ওই সময় ডাক্তাররা নাড়ি দেখে রোগীর চিকিত্সা করতেন। ডায়গনস্টিক প্রক্রিয়া বা ব্লাড গ্রুপ চেক তো অনেক পরে এসেছে। অর্থাত্ বুঝতেই পারছেন, ভারতের চিকিত্সা ক্ষেত্রে তিনি নিজেই গোটা একটা অধ্যায়।
তৈমুরের জন্ম তাঁর হাতেই। করিনা কাপুরের দ্বিতীয় সন্তানের জন্মও তাঁর হাতেই হওয়ার কথা। আম্বানি, কাপুর, বাজাজদের পরিবারে নতুন সদস্যরা এসেছে ডাঃ সুনাওয়ালার হাত ধরেই। জয়া বচ্চন, নীতু কাপুর, গৌরি খানদের ডেলিভারি হয়েছে তাঁরই হাতে। এদেশে বেশিরভাগ বিশিষ্ট মহিলাদের সন্তানের জন্ণ দেখেছেন তিনি। তাঁর উপরেই যেন প্রবল আস্থা রয়েছে সেলেব্রিটিদের। মেডিকেল ফিল্ড তাঁকে ডাঃ আর পি সুনাওয়ালা নামেই চেনে। ১৯৯১ সালে পদ্মশ্রী সম্মানে ভৃষিত হয়েছিলেন এই প্রবীণ চিকিত্সক। ভারতের চিকিত্সা ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।
আরও পড়ুন- প্রায় ৭০ বছর ধরে চেষ্টা চলছিল, এবার বাজারে আসতে পারে পুরুষদের গর্ভনিরোধক Pill
১১ জানুয়ারি মা হয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বিরুষ্কার মেয়ের জন্মও হয়েছে তাঁরই হাতে। বলিউড অভিনেত্রী করিনা ও করিশ্মা কাপুরের মা ববিতা কাপুরের ডেলিভারিও করিয়েছেন তিনিই। ৯১ বছরের এই পার্সি ডাক্তার দেশের বিভিন্ন জায়গায় চিকিত্সকদের প্রশিক্ষণও দিয়েছেন। মা ও সন্তানের যত্ন নেওয়ার সঠিক পদ্ধতি শেখাতে তিনি মাঝেমধ্যেই সেমিনার আয়োজন করেন।