নিজস্ব প্রতিবেদন: রক্তাল্পতার কথা উঠলেই মহিলাদের কথাই সাধারণত ওঠে। এবং এ কথা ঠিক যে, এ দেশে মেয়েরাই বেশির ভাগ সময়ে রক্তাল্পতায় ভোগেন। তবে, তার মানে, এটা মনে করার কোনও মানেই হয় না যে, পুরুষেরা রক্তাল্পতায় ভোগেন না। আজকাল পুরুষদের মধ্যে থেকেও রক্তাল্পতায় ভোগার ঘটনা শোনা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যেসব পুরুষ রক্তাল্পতায় ভুগছেন, তাঁদের কিছু লক্ষণও আছে। সেগুলি দেখা গেলে সতর্ক হওয়া দরকার।


যেমন, টিনিটাস-- অনেক সময়ে পুরুষদের কানে রক্তপ্রবাহ কমে যায়। এর ফলে কানে ভোঁ ধরে যায়। কানে একটা 'বাজিং সাউন্ড' হয়।


হেয়ার লস-- অনেক সময় সার্জারি হলে বা কোনও টিউমার থাকলে শরীরে আয়রন কমে যায়। এর ফলে শরীরে হিমোগ্লোবিনও কমে যায়। এ পরিস্থিতিতে শরীরে অক্সিজেনেটেড ব্লাডের প্রবাহ কমে যায়। এটা প্রথম বোঝা যায় চুল পড়া থেকে।


লো টেস্টোস্টেরন লেভেল-- শরীরে আয়রন কম হলে টেস্টোস্টেরন লেভেলও কমে যায়। 


লো ফার্টিলিটি-- শরীরে আয়রন কম থাকলে পুরুষদের ফার্টিলিটি কমে যায়। অ্যালকোহলিজমের জেরেও পুরুষদের ফার্টিলিটি কমে।


এ ছাড়া এ সংক্রান্ত আরও বেশ কিছু জটিলতা দেখা যায় পুরুষদের শরীরে। এবং আধুনিক চিকিৎসকেরা বলছেন, রক্তাল্পতায় ভোগার লক্ষণ দেখলেই সতর্ক হন।  


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: INSACOG: কোভিড বুস্টার ডোজ নিতে হবে ৪০ ঊর্ধ্বদের, ওমিক্রন আতঙ্ক আবহে বার্তা ভারতীয় বিজ্ঞানীদের