Monkeypox: Tomato Flu-র মাঝেই Monkeypox-র আতঙ্ক, কতটা প্রস্তুত ভারত?
এর মধ্যেই ভারতে Tomato Flu দেখা গেছে। Kerala-র Kollam জেলায় অন্তত ৮০ জন শিশু ইতিমধ্যেই জ্বরে আক্রান্ত হয়েছে। এটি মূলত শিশুদের শরীরে থাকে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদন: মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। আর্জেন্টিনায় দুইজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মাঙ্কিপক্স মূলত ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলিতে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এখন পর্যন্ত ২০০ টি সংক্রমণের ঘটনা ঘটেছে।
এই পরিস্থিতিতে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) জানিয়েছে ভারত এই সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আইসিএমআরের এক আধিকারিক জানিয়েছেন ভারতে এখনও পর্যন্ত মাঙ্কিপক্স ধরা পড়েনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ টেকনিকাল প্রধান মারিয়া ভ্যান কেরখোভ জানিয়েছে, আরও বেশি নজরদারি শুরু হলে মাঙ্কিপক্স সংক্রমণের আরও ঘটনা সামনে আসবে। তবে সংক্রমণ ঠেকানো সম্ভব বলেও জানিয়েছেন তিনি। সব দেশকে আরও কড়া নজরদারির বার্তা দিয়েছেন তিনি।
বিশেষজ্ঞরা জানিয়েছেন মাঙ্কিপক্স সংক্রমিত প্রাণীর কামড় থেকে এই সংক্রমণ ছড়াতে পারে। সংক্রামিত প্রাণীর রক্ত, চুল, প্লাজমা থেকেও ছড়ানো সম্ভব। আক্রান্ত পশুর মাংস সঠিক পদ্ধতিতে রান্না না করলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তারা আরও জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির কাপড়, বিছানা, তোয়ালে থেকেও মাঙ্কি পক্স অন্য ব্যক্তির শরীরে ছড়াতে পারে।
আরও পড়ুন: Covid 19: চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মাঝেই দেশে নতুন সংক্রমণ ২৬৮৫, মৃত ৩৩
এর মধ্যেই ভারতে টমেটো ফ্লু দেখা গেছে। কেরালার কোল্লাম জেলায় অন্তত ৮০ জন শিশু ইতিমধ্যেই জ্বরে আক্রান্ত হয়েছে। এটি মূলত শিশুদের শরীরে থাকে বলে জানা গেছে। আক্রান্ত শিশুদের প্রায় সকলের বয়স ৫ বছরের কম বলে জানা গেছে। পক্স, চিকুনগুনিয়ার মতো রোগের লক্ষণ অথবা উপসর্গের সঙ্গে এর মিল রয়েছে। ব্যথা, জ্বর, ক্লান্তির মতো উপসর্গ রয়েছে এই ফ্লুয়ের।