নিজস্ব প্রতিবেদন : মাঙ্কি ভাইরাস (Monkeypox) নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। শুধু ইংল্যান্ড নয়, স্পেন, পর্তুগালেও এই ভাইরাসের হদিশ মিলেছে। আমেরিকার এক ব্যক্তির শরীরেও মিলেছে সংক্রমণ। অনেকে এই রোগকে চিকেন পক্সের সঙ্গে মিলিয়ে ফেলছেন, তবে উপসর্গে সাদৃশ্য থাকলেও দুটি রোগ সম্পূর্ণরূপে আলাদা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করেছিলেন, 'ড্রপলেট'-এর মাধ্যমে ছড়াচ্ছে এই রোগ। সেক্ষেত্রে কোনও ব্যক্তির শরীরের শ্বাসনালী, ক্ষতস্থান, নাক, মুখ অথবা চোখের মধ্যে দিয়ে তাঁর শরীরে প্রবেশ করছে এই মাঙ্কি ভাইরাস (Monkeypox Virus)। তবে এখন চিকিৎসকরা মনে করছেন, যৌনমিলনেও ছড়াতে পারে এই ভাইরাস। 


কয়েকটি নতুন কেসে এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, যদি মাঙ্কিপক্সে আক্রান্ত কোনও ব্যক্তির সঙ্গে কেউ যৌন সংসর্গ করেন, তবে তিনিও সংক্রামিত হতে পারেন। আর সেই কারণে সতর্করা জারি করা হতে পারে বলেও মনে করা হচ্ছে।


মাঙ্কিপক্স ভাইরাসের উপসর্গ (Monkeypox Symptoms):
জ্বর, 
মাথাব্যথা, 
পিঠে ও ঘাড়ে ব্যথা,
খিঁচুনি, 
অবসাদ,
সারা গায়ে ছোপ ছোপ দাগ।


আরও পড়ুন, Paracetamol: জ্বর হলেই খান Paracetamol? অজান্তেই ক্ষতি করছেন নিজের শরীরের!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)