ওয়েব ডেস্ক : ব্যথায় কাতর। হাতের কাছে পেইন কিলার! আর দেরি কেন? ঝটপট খেয়ে নিলেন। ব্যথা কমল। স্বস্তি পেলেন। কিন্তু জানেন কি? এই স্বস্তির আড়ালে কী ভয়ানক বিপদ ডেকে আনছেন আপনার শরীরে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলুন দেখা নেওয়া যাক পেইন কিলার কী কী ক্ষতি করতে পারে?


১) আপনার যদি অধিকমাত্রায় পেইন কিলার নেওয়ার অভ্যাস থাকে, তাহলে আপনার অল্পেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা বাড়বে। প্রায় ৫ শতাংশ বেশি ছড়াবে ফ্লু।


২) প্যারাসিটামল, অ্যাসপিরিন, আইবুপ্রফেনের মত পেইন কিলার, মাসে ১৫ দিনের বেশি নিলে বাড়তে পারে আপনার মাথা যন্ত্রণা।


৩) কিডনির ক্ষতি করে। প্রায় ২০ শতাংশের ক্ষেত্রে অ্যাকিউট কিডনি ফেলিওরের জন্য দায়ী পেইন কিলার।


৪) হার্ট অ্যাটাক ও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় ৫৯%।


৫) নাগাড়ে পেইনকিলার খেয়ে গেলে আপনার মানসিক অবসাদ দেখা দিতে পারে। পরিসংখ্যান বলছে, টানা ৮০ দিন পেইন কিলার খেলে মানসিক অবসাদের ঝুঁকি বাড়ে ৫৩%।


আরও পড়ুন, মুখের ক্যান্সার নিরাময়ে মোক্ষম দাওয়াই মধু!