মাত্র ৪৫০ টাকায় কোভিড পরীক্ষার কিট নিয়ে এল দেশীয় সংস্থা! মিলেছে আইসিএমআরের ছাড়পত্রও
দেশীয় কোম্পানির তৈরি অ্যান্টিজেন টেস্টিং কিটকে অনুমোদন দিল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (ICMR)।
নিজস্ব প্রতিবেদন: কোভিড ঠেকাতে সেরা দাওয়াই হলো অধিক সংখ্যায় পরীক্ষা। টেস্ট অ্যান্ড ট্রেস, এই পথেই হাঁটতে পরামর্শ মিলছে সব তরফ থেকে। এবার দেশীয় কোম্পানির তৈরি অ্যান্টিজেন টেস্টিং কিটকে অনুমোদন দিল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (ICMR)। পুণের মাইলেব ডিসকভারি সলিউশনস বুধবারই তাঁদের কোভিড অ্যান্টিজেন টেস্টিং কিটে ICMR এর বাণিজ্যিক অনুমোদন পেয়েছে। তাঁদের কিটের নাম "Pathocatch COVID-19 Antigen Rapid testing kit"।
আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যেই বাজারে মিলতে পারে অক্সফোর্ডের করোনার টিকা Covishield!
তাঁরা এ-ও জানিয়েছে মাত্র ৪৫০ টাকায় মিলবে এই কিট। কয়েক দিন আগে করোনায় আরটি-পিসিআর টেস্টের কিটও এনেছিল পুণের এই কোম্পানি। সেই কিটের নাম কম্পেক্ট-এক্সএল। কোম্পানির এমডি হাসমুখ রাওয়াল জানিয়েছেন, তাঁদের আরটি-পিসিআর টেস্টের কিট আসার পর বিদেশি কোম্পানির উপর নির্ভরতা কমেছে। এবার অ্যান্টিজেন টেস্টিং কিটে অনুমোদন মেলায় কোভিড পরীক্ষায় দ্রুততা আসবে।
অ্যান্টিজেন টেস্টিং কিট ও আরটি পিসিআর টেস্ট দুটি পদ্ধতিতে ভিন্ন ভাবে কোভিড শনাক্ত করা হয়। তবে চিকিৎসকার বলছেন, দুই পদ্ধতি দিয়েই দ্রুত গতিতে কোভিড পরীক্ষা করে যেতে হবে। তাহলেই দেশে করোনা সংক্রমণের গতি রোখা সম্ভব হবে।