ওয়েব ডেস্ক : জিনি, ভুলু, ব্যাম্বাই, পোয়ান, টম, জ্যাক... কত্ত নাম! বাড়ির ছেলেমেয়ের মতোই এদের খাতির। ঠিকমতো আদরযত্ন না হলে এদেরও গোঁসা হয়। হয় শরীর খারাপও। তাই আপনার বাড়ির প্রিয় পোষ্যটির শরীর সুস্থ রাখতে রইল কিছু টিপস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আদরের পোষ্যকে ভুলেও কখনও এই ৫টি খাবার দেবেন না-


১) অ্যালকোহল- ক্ষতিগ্রস্ত হবে স্নায়ুতন্ত্র। কমে যাবে হৃদস্পন্দন।


২) চকোলেটস- চকোলেটের মধ্যে থাকে থিওব্রোমাইন। যা কুকুরদের জন্য টক্সিক।


৩) কফি- ক্যাফাইনের ফলে পোষ্য কুকুর বা বিডা়লের মৃত্যু পর্যন্ত হতে পারে।


৪) আদা ও রসুন- আদা-রসুন দেওয়া কোনও খাবার নয়। কারণ আপনার প্রিয় পোষ্যের কাছে তা মোটেই সহজপাচ্য নয়।


৫) চুইংগাম- চুইংগাম থেকে শতহস্ত দূরে রাখুন টম, জিমিকে। চুইংগাম গলায় আটকে দমবন্ধ হয়ে যেতে পারে। সেইসঙ্গে চুইংগামে থাকে সুইটনার জাইলিটল, যা আপনার পোষ্যের জন্য বিষ!