নিজস্ব প্রতিবেদন: গেলেন, দেখলেন আর টিকা নিলেন! এমনটা হবে না। ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলের জন্য চালু হচ্ছে টিকাকরণ কর্মসূচি। আর এই দফা প্রতিষেধক নিতে গেলে কোউইন (CoWIN portal) অথবা অরোগ্য সেতু অ্যাপে (Aarogya Setu) নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি সকল ভ্যাকসিন সেন্টারগুলিকেও নথিভুক্ত থাকতে হবে কোউইন পোর্টালে (CoWIN portal)।          


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্র নির্দেশিকা দিয়ে রাজ্যগুলিকে জানিয়েছে, টিকাকরণ প্রক্রিয়া নির্বিঘ্নে করার জন্য কোউইন পোর্টালে নাম নথিভুক্তকরণ আবশ্যিক।
    
১৮ থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তিদের টিকাকরণ নথিভুক্তকরণ শুরু হতে চলেছে ২৮ এপ্রিল।  


অনলাইনেই টিকা নেওয়ার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। 


ভায়ালে টিকা বেঁচে থাকলে অনসাইট নথিভুক্তকরণ করা যাবে। যাতে টিকা নষ্ট না হয়। 


কোউইনে টিকার নাম ও দর দেওয়া থাকবে। এতে বেছে নেওয়ার সুযোগ পাবেন নাগরিকরা। 
 
উৎপাদকের কাছ থেকে ভ্যাকসিন কিনতে পারবেন বেসরকারি ক্ষেত্র ও হাসপাতালগুলি।


প্রাইভেট ভ্যাকসিন সেন্টারের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানোর দরকার নেই রাজ্যের। 


আগের দুই দফায় যাঁরা ভ্যাকসিন নেননি, তাঁরাও সুযোগ পাবেন। 


গত ১৬ জানুয়ারি ভারতে শুরু হয়েছিল টিকাকরণ। তা ১০০ দিনে পড়ল। এখনও পর্যন্ত গোটা দেশে ১৪০,৮০২,৭৯৪ ডোজ দেওয়া হয়েছে। 


আরও পড়ুন- Doval-Sullivan কথায় কাটল জট, Covishield-র কাঁচামাল রফতানিতে রাজি আমেরিকা